ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রি-গ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) নামে পরিচিত এলএনজি স্টেশনের কার্যক্রম স্থগিত থাকায় ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ৭২ ঘণ্টা (তিন দিন) গ্যাস সরবরাহের ক্ষেত্রে কমচাপ থাকবে।
এ সময়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একটি এফএসআরইউ’র মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ১ জানুয়ারি থেকে ৭২ ঘণ্টা সারাদেশে গ্যাস সরবরাহে চাপ কম থাকবে।
বর্তমানে, দেশে দুটি এফএসআরইউ রয়েছে যা মোট ২ হাজার ৯০০ মিলিয়ন ঘটফুট গ্যাস উৎপাদনের প্রায় ১০০০ থেকে ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) সরবরাহ করে।
দুটি এফএসআরইউর মধ্যে একটি ৫০০ মিলিয়ন ঘটফুট গ্যাস এবং অন্যটি ৬০০ মিলিয়ন ঘটফুট গ্যাস সরবরাহ করতে পারে।