পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি এমটি নিসোস ডেলোস নামে একটি সেকেন্ডহ্যান্ড আফরাম্যাক্স অয়েল ট্যাংকার কিনবে। যা কিনতে ব্যয় হবে ৪ কোটি ৫৩ লাখ ডলার, দেশীয় মুদ্রায় প্রায় ৫৪৪ কোটি টাকা।
রোববার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত এমজেএল বাংলাদেশের পরিচালনা পরিষদের ১৪২তম সভায় ট্যাংকার কেনা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, এমজেএল বাংলাদেশের পর্ষদ সভায় বয়সজনিত কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়া কোম্পানির জাহাজ ‘এমটি ওমেরা লিগ্যাসি’কে বহর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে এমটি নিসোস ডেলোস নামে একটি সেকেন্ডহ্যান্ড আফরাম্যাক্স অয়েল ট্যাংকার কেনার সিদ্ধান্ত নেয় পর্ষদ।
এমটি নিসোস ডেলোসের ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার ৬৯০ মেট্রিক টন। ট্যাংকারটি প্রায় ১২ বছর ব্যবহার করা যাবে। অয়েল ট্যাংকারটি কিনতে ব্যয় হবে ৪ কোটি ৫৩ লাখ ডলার, দেশীয় মুদ্রায় প্রায় ৫৪৪ কোটি টাকা।
এছাড়াও কোম্পানিটি এমজেএল বিডির জন্য বগুড়ায় ১৮ কোটি ৮১ লাখ টাকা দিয়ে ২০৯ শতক জমি কেনা হবে।
এমজেএল বাংলাদেশ ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩১৬ কোটি ৭৫ লাখ টাকা। সর্বশেষ হিসাববছরে এটি ২৭৬ কোটি ৬৩ লাখ টাকা নীট মুনাফা করেছে। এ সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭১ পয়সা।
কাফি