পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিক
সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪৭ পয়সা লোকসান হয়েছিল।
দ্বিতীয় প্রান্তিক
সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল ’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬১ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৯০ পয়সা লোকসান ছিল।
তৃতীয় প্রান্তিক
সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির লোকসান ছিল ১ টাকা ০৬ পয়সা।
তিন প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি’২৪ –সেপ্টেম্বর’২৪) শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬১ পয়সা। এর আগের বছর ৩ টাকা ৪৪ পয়সা লোকসান হয়েছিলো।
কাফি