ক্যাটাগরি: অর্থনীতি

বায়োমেট্রিক সিম না থাকলেও অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ

আঙুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক সিমবিহীন করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিলের বিশেষ সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেক্ষেত্রে এনবিআরের কর তথ্যসেবা কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদন করতে হবে।

রোববার (২৯ ডিসেম্বর) এনবিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে যে সকল করদাতা জাতীয় পরিচয় পত্র থাকার পরও আঙ্গুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক মোবাইল সিম নিতে পারেননি এবং সে কারণে ই-রিটার্ন সিস্টেমসে রেজিস্ট্রেশন করতে পারছেন না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এনবিআর।

এতে করদাতাগণ দ্বিতীয় সচিব (কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন), জাতীয় রাজস্ব বোর্ডের ৭১৭নং কক্ষে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদন দাখিলপূর্বক সাপ্তাহিক অফিস চলাকালীন ই-রিটার্ন সিস্টেমসে এ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

ইতোমধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী প্রায় ১০ লক্ষ করদাতাসহ সকল সম্মানিত করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ড আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে।

এরইমধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা প্রায় ১০ লাখ। আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব করদাতাকে সহজে ও নির্বিঘ্নে অনলাইনে রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে এনবিআর।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার