ক্যাটাগরি: জাতীয়

সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা কাল

সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে।

আজ রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তদন্ত কমিটি থেকে আমাদের জানানো হয়েছে যে তারা ইতিমধ্যে বেশ কিছু আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। উনারা যদি প্রয়োজন মনে করেন, কিছু আলামত বিদেশেও পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন।

সচিবালয়ে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে ২০০ সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে। এর মধ্যে সচিবালয় বিটে সাংবাদিক সংগঠনের যে ১৬০ জন সদস্য রয়েছেন তারা এবং ৪০টি টিভি চ্যানেলের ক্যামেরাম্যানদের অস্থায়ী পাশ দেওয়া হবে।

আগামী ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই প্রক্লেমেশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা একান্তই শিক্ষার্থীদের বিষয়। এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।

শেয়ার করুন:-
শেয়ার