ইউনিলিভার কনজুমার বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে

ইউনিলিভার কনজুমার বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে
গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে হরলিকস, মালটোভা, গ্ল্যাক্সোজ-ডি, সেনসোডাইনের মালিকানাধীন প্রতিষ্ঠানটির শেয়ার।

ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় সপ্তাহজুড়ে ইউনিলিভার কনজুমার কেয়ারের শেয়ার দাম বেড়েছে ২৭ দশমিক ৬২ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৬৯৫ টাকা ৮০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৭৪২ টাকা ৬০ পয়সায়। যা আগের সপ্তাহের শেষে ছিল ২ হাজার ৪৬ টাকা ৮০ পয়সা।

অপরদিকে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ১৭ হাজার টাকা।

এদিকে, ইউনিলিভার কনজুমার কেয়ারের পরই গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল আমরা নেটওয়ার্ক। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়েছে ২২ দশমিক ৯৪ শতাংশ। এরপর রয়েছে পেনিনসুলা চিটাগাং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২২ দশমিক ০৪ শতাংশ।

এছাড়া শেষ সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা- মিরাকেল ইন্ডাস্ট্রিজের ২১ দশমিক ১০ শতাংশ, প্রগতী ইন্স্যুরেন্সের ১৭ দশমিক ৮৩ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুডের ১৭ দশমিক শূন্য ৭ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৬ দশমিক ১৭ শতংশ, ন্যাশনাল ফিডের ১৩ দশমিক ৫৯ শতাংশ, নাভানা সিএনজির ১৩ দশমিক ৪৭ শতাংশ এবং কাশেম ইন্ডাস্ট্রিজের ১৩ দশমিক ২৫ শতাংশ দাম বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত