এক যুগেরও বেশি সময় ধরে দেশের বাইরে থাকার পর বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরছেন। দীর্ঘদিন পর দেশে ফেরার ঘোষণায় খুশির জোয়ারে ভাসছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপিরসহ আপামর জনতা।
এদিকে নেতাকে বিমানবন্দরে স্বাগত জানাতে কয়েক লাখ জনতার প্রস্তুতি শেষ করেছে তার কর্মী-সমর্থকরা। সূত্র জানিয়েছে, প্রায় ২৫০০ গাড়ি নিয়ে কায়কোবাদকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে উপজেলা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সৌদি আরব থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে কায়কোবাদের।
জানা যায়, বিমানবন্দরে কায়কোবাদকে স্বাগত জানাতে কুমিল্লা জেলা ও মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা, মাওলানা, শিক্ষক, বিভিন্ন পেশাজীবীসহ সকল ধর্মের কয়েক লাখ মানুষ। অপরদিকে বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি হিসেবে খাবারের আয়োজনে উপজেলার প্রতিটি ইউনিয়ন আবার কোথাও কোথাও গ্রামে গ্রামে গরু জবাই করে খাবার তৈরি করা হচ্ছে।
এছাড়াও হাজার হাজার ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন অঙ্গসংগঠন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে হাজির হবেন এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন মুরাদনগরে মেহনতি মানুষের প্রিয় নেতাকে।
মুরাদনগর উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে স্বাগত জানাতে মুরাদনগর উপজেলা থেকে ৪০০ বাস ও ২ হাজারের অধিক মাইক্রোবাস প্রস্তুত রয়েছে। এছাড়াও আরও অনেক গাড়ি বিমানবন্দরে যাওয়ার কথা রয়েছে।
কাফি