ক্যাটাগরি: জাতীয়

সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় বৈঠকে তদন্ত কমিটি

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বৈঠকে বসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের চলছে এই বৈঠক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সরকার গঠিত ৮ সদস্যের তদন্ত কমিটির প্রধান। তার দপ্তরেই বৈঠক হচ্ছে বলে জানিয়েছেন সচিবের একান্ত সচিব রাহাত বিন কুতুব। বৈঠকে কমিটির সব সদস্য উপস্থিত আছেন।

কোন কোন বিষয়ে সামনে রেখে তদন্ত করা হবে, সরকার নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়ার জন্য কী কী কৌশল অবলম্বন করতে হবে এবং কমিটিতে আর কাউকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন আছে কি না, এসব নির্ধারণে বৈঠকটি হচ্ছে বলে জানা গেছে।

বৈঠক শেষে আজই তদন্ত কমিটি পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে গতকাল প্রথমে ৭ সদস্যের কমিটি গঠন করলেও সন্ধ্যায় সেই কমিটি বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে ৮ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

৮ সদস্যের এ তদন্ত কমিটিতে আরও রয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক তানভীর মঞ্জুর, ঢাকা সেনানিবাসের কমান্ড্যান্ট সিএমটিডি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান রাসেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াসির আরাফাত খান, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক।

কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ৩০ ডিসেম্বরের মধ্যে কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে বলেও আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার গভীর রাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে গেছে পাঁচটি মন্ত্রণালয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের টানা ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সাত নম্বর ভবনে লাগা এই আগুন। তবে ভবনটিতে অবস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু; ডাক ও টেলিযোগাযোগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে।

এছাড়া আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের মো. সোহানুর জামান নামের একজন সদস্য।

শেয়ার করুন:-
শেয়ার