বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের দক্ষিণাঞ্চলের চিন রাজ্যটি দখলে নেয়ার দাবি করেছে দেশটির সামরিক জান্তাবিরোধী বিদ্রোহীরা। সোমবার (২৩ ডিসেম্বর) ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চিন ব্রাদারহুড এমন দাবি করেছে।
চিন ব্রাদারহুড জানিয়েছে, গত রোববার মিনদাত ও কানপেটলেট শহর দুটির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এর মাধ্যমে রাজ্যটির ৮০ শতাংশই মিয়ানমারের ক্ষমতাসীস জান্তা সরকারের হাতছাড়া হয়ে গেছে।
চিন পশ্চিম মিয়ানমারের একটি রাজ্য। চিন রাজ্যের পূর্বে সাগাইং অঞ্চল ও ম্যাগওয়ে অঞ্চল। দক্ষিণে রাখাইন রাজ্য, দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, পশ্চিম ও উত্তরে যথাক্রমে ভারতের মিজোরাম ও মনিপুর রাজ্য অবস্থিত। পর্বত আচ্ছাদিত হওয়ার কারণে রাজ্যটির যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। চিন মায়ানমারের সবচেয়ে দরিদ্র রাজ্যগুলোর মধ্যে অন্যতম।
চিন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও ম্যাং ইরাবতীকে জানান, সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের দক্ষিণাঞ্চল জান্তার কাছ থেকে মুক্ত করেছে। এখন বিদ্রোহীরা উত্তরাঞ্চলের ফালাম শহরে জান্তার সর্বশেষ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছেন।
তিনি জানান, রাজধানী হাক্কা, ফালাম, তেদিম ও থানটালাং শহরে জান্তার চলাচল সীমিত হয়ে গেছে। এর বাইরে পালেতাওয়া, মাতুপি, কানপেটলেট, মিনদাত মুক্ত হয়েছে। কানপেটলেট ও মিনদাত থেকে গত রোববার সকালে ১৩ জন রাজনৈতিক বন্দীকে মুক্ত করা হয়েছে।
এর আগে গত শুক্রবার বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছিল রাজ্যটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।