কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রোভোস্ট কাউন্সিল সভায় ঘোষিত সান্ধ্যকালীন আইনের প্রতিবাদে ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে ছাত্রদলের আহ্বায়ক কমিটি শাখার সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুন এক যৌথ বিবৃতিতে এই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে এই নির্দেশনার প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের ১৪০তম সভায় যে সান্ধ্যকালীন নির্দেশনা ঘোষিত হয়েছে এ বিষয়ে ক্ষোভ, গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।নির্দেশনাতে বলা হয়, ছাত্রদের জন্য রাত ১১ টারমধ্যে হল গেইট বন্ধ এবং ছাত্রীদের জন্য মাগরিবের নামাজের ১৫ (পনের) মিনিটের মধ্যে হল গেইট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের স্বাধীনতা ও জীবনযাত্রাকে সীমাবদ্ধ হওয়ার আশংকা তৈরী হবে বলে মনে করছেন।
এ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায় ও রক্ষায় কাজ করে আসছে। এ ধরণের নির্দেশনা বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের স্বাধীনতা ও জীবনযাত্রা বাঁধাগ্রস্থ হবে যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যাতে উন্নত শিক্ষা ব্যবস্থায় গড়ে উঠতে পারে এবং স্বাধীন চিন্তা, মতপ্রকাশ ও মুক্ত পরিবেশে জীবনযাত্রা পরিচালনা করতে পারে তার সুব্যবস্থা সৃষ্টি করা উচিত। কিন্তু, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এ সান্ধ্যকালীন নির্দেশনা বাস্তবায়িত করে তাহলে উপরোক্ত বিষয়গুলি বাঁধাগ্রস্থ হবে যা কোনো শিক্ষার্থীরই কাম্য নয়।
তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অনুরোধ জানান, এই সান্ধ্যকালীন নির্দেশনা অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু ও উন্নত শিক্ষাঙ্গন হিসেবে বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয়ের ঘোষিত এই নির্দেশনা বাতিলের দাবীতে শিক্ষার্থীদের সাথে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে সকল ধরণের শান্তিপূর্ণ আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত রাখবে।
অর্থসংবাদ/সাকিব/এসএম