ক্যাটাগরি: সারাদেশ

চাঁদপুরে লঞ্চ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা লঞ্চ থেকে ৬ জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। ডাকাতের হামলায় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আরও ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরের পর এ ঘটনা ঘটে। বাংলাদেশে কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। চাঁদপুর নৌ-পুলিশ সুপার জানিয়েছেন, ওই ছয়জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন:-
শেয়ার