ক্যান্সারের কষ্ট সইতে না পেরে সন্তানদের কাছে আবেগঘন সুইসাইড নোট লিখে নিজ বাসায় আত্মহত্যা করেছেন মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার (৬৫)।
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার আগে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২০ নম্বর সড়কের একটি বাসায় এই ঘটনা ঘটে। তিনি ওই বাসায় তার ছেলের সঙ্গে থাকতেন।
ডবলমুরিং থানার এসআই মো. বায়েজিদ মিয়া জানান, সন্ধ্যা ৬টার দিকে ওই বাসার একটি কক্ষের দরজা ভেঙ্গে আবু সাইদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এসময় মৃত্যুর আগে তার সন্তান ও নাতির উদ্দেশ্যে লেখা কয়েকটি চিঠি উদ্ধার করা হয়। চিঠি দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন বলে জানা গেছে। তার ইমন, সাইমন নামের দুই ছেলে ও পায়েল নামের এক মেয়ে সন্তান আছে। তিনি ওই বাসায় ইমনের সঙ্গে থাকতেন।
পুলিশ জানিয়েছে, নিহতের কক্ষ থেকে মোট ৬টি সুইসাইড নোট উদ্ধার করা হয়। যেগুলোতে তিনি সন্তান ও নাতিকে উদ্দেশ্য করে আবেগঘন কথাবার্তা লিখেছেন। একইসঙ্গে কী কারণে তিনি আত্মহত্যা করছেন, মৃত্যুর পর সন্তানদের কী কী করণীয়, কোথায় দাফন করা হবে- সেসব বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। নোটগুলোতে তিনি সন্তানসহ সবার কাছে ক্ষমা চান।
মেয়ে পায়েলকে লেখা সুইসাইড নোটে তিনি লিখেন, ক্যান্সার মনে হয় ফের ফিরে এসেছে। মুখে ঘা ও মাঝে মাঝে ব্যাথা করে। আসলে এ রোগের কোনো চিকিৎসা আছে বলে মনে হয় না। ইদানীং ক্যান্সারে কষ্ট পাচ্ছি।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, আবু সাইদ সরদার তার ছোট ছেলে ইমনের পরিবারের সঙ্গে ওই বাসাতে থাকতেন। তিনি আগে থেকেই হয়তো আত্মহত্যার পরিকল্পনা করছিলেন। রবিবার সন্ধ্যার আগে বাসায় কেউ না থাকার সুযোগে তিনি আত্মহত্যা করতে পারেন। পরে ওনার ছেলে বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে পাশের ভবনের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় পিতাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন।