সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর গ্রাহক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মো. নাজমুস সায়াদাত।
প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক এম এ মোতালেব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবেশে তিন শতাধিক গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানই আমাদের লক্ষ্য। গ্রাহকগণ যেন তাৎক্ষনিক তাঁদের চাহিদা মোতাবেক সেবা পান সেলক্ষ্যে আমরা বদ্ধ পরিকর। আমরা লক্ষ্য করছি আমাদের বিভিন্ন শাখায় নগদ টাকা জমার পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
আবদুল হান্নান খান বলেন, ব্যাংকের সুশাসনের যে ঘাটতি ছিল তা দূর হয়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন পরিচালনা পর্ষদ দিয়েছে। তাঁদের সুযোগ্য নেতৃত্বে সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। তিনি গ্রাহকদের সোশ্যাল ইসলামি ব্যাংকের প্রতি আস্থা রাখার আহবান জানান।
মো. নাজমুস সায়াদাত বলেন, গ্রাহকদের মাঝে যে আস্থার সংকট ছিল তা ইতোমধ্যে কেটে গিয়েছে, গ্রাহকগণ এভাবে আমাদের পাশে থাকলে আমরা তাঁদের প্রত্যাশিত সেবা দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
এম এ মোতালেব সাময়িক সংকটকালীন সময়ে আমাদের গ্রাহকগণ ধৈর্য্য ধরে আমাদের পাশে ছিলেন। তিনি গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের নিশ্চায়তা দেন।