বিদায়ী সপ্তাহে (১৫ ডিসেম্বর-১৯ ডিসেম্বর) চার কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৬৮টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ শেয়ারদর পতন হয়েছে জাহিন স্পিনিং লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১১ দশমিক ৯৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫ টাকা ৯০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচ.আর. টেক্সটাইলের শেয়ারদর কমেছে ১০ দশমিক ৯৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩০ টাকা ৯০ পয়সা। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা নিউলাইন ক্লোথিংসের শেয়ারদর কমেছে ৮ দশমিক ৭৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৭ টাকা ৩০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা পেট্রোলিয়ামের ৮ দশমিক ২৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৬ দশমিক ৯৭ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৬ দশমিক ৯৪ শতাংশ, আরামিট সিমেন্টের ৬ দশমিক ৪০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ২৩ শতাংশ, বেঙ্গল উইন্ডস্বরের ৫ দশমিক ৮২ শতাংশ এবং আমরা টেকনোলজিসের ৫ দশমিক ৮২ শতাংশ শেয়ার দর কমেছে।
কাফি