ক্যাটাগরি: পুঁজিবাজার

বিচ হ্যাচারির সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে ২০১টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৮০ পয়সা পয়সা বা ৪ দশমিক ১৪ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ শতাংশ। আর ৩ দশমিক ৩৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্য ওয়ান।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জিএসপি ফাইন্যান্স, আরামিট সিমেন্ট, মনোস্পুল পেপার, এসইএমএল লেকচার ইক্যুইটি মিউচুয়াল ফান্ড, তুংহাই নিটিং, পপুলাল লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ফাস ফাইন্যান্স।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার