সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫৮টির শেয়ারদর কমেছে। এদিন ডিএসইর টপটেন লুজার তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৭টিই শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানির শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৮ ডিসেম্বর) ডিএসইর টপটেন লুজার তালিকায় শীর্ষে রয়েছে ‘জেড’ ক্যাটাগরির সাফকো স্পিনিং মিলস লিমিটেড। শেয়ারটির দর আজ ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের শেয়ারদর কমেছে ৭ দশমিক ৫০ শতাংশ। আর ৭ দশমিক ১৪ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফ্যামিলিটেক্স লিমিটেড।
এদিন ডিএসইতে টপটেন লুজার বা দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনডেক্স এগ্রো, এইচ.আর টেক্সটাইল, নিউলাইন ক্লোথিংস, হামি ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ফাইন্যান্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং জুট স্পিনার্স লিমিটেড।
এসএম