ক্যাটাগরি: রাজনীতি

চাঁদপুরে গণঅভ্যুত্থানে আহত লাভলুর ওপর হামলার ঘটনায় নিন্দা

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত বিক্ষোভ ও সংহতি সমাবেশে চাঁদাবাজি এবং নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেন গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা আ. হাই লাভলু। চাঁদাবাজির বিরুদ্ধে জোরালো অবস্থান ব্যক্ত করায় সমাবেশ পরবর্তী সময়ে চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহান ও তার সঙ্গীরা লাভলু এবং তার ভাইয়ের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ ওঠে। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার গণমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের অঙ্গ সংগঠনগুলো গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজন। কিন্তু, অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র গঠনের সময় গণঅভ্যুত্থানেরই আহত যোদ্ধার ওপর যুবদল নেতা এবং তার সঙ্গীদের হামলার ঘটনা দুঃখজনক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের অঙ্গ সংগঠনগুলোকে ত্রাসের রাজনীতি থেকে সরে এসে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি মামলা দায়ের করলেও মূল অপরাধীদের এখনো গ্রেফতার করা হয়নি। অতিদ্রুত অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শেয়ার করুন:-
শেয়ার