ভারতের শেয়ারবাজারে হাজার পয়েন্টের বেশি পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি সূচকের অবস্থাও ভালো না। এতে হতাশ হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আবারও ৮০ হাজারের ঘরে নেমে এসেছে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। এদিন লেনদেন শেষে সেনসেক্স সূচকটি নেমেছে ৮০৬৮৪ পয়েন্টে। এতে সূচকটি কমেছে ১০৬৪ পয়েন্ট। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি সূচক কমেছে ৩৩২ পয়েন্ট।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) শেয়ার সূচকের দৌড় শেষ হয়েছে ২৪,৩৩৬ পয়েন্টে।
শেয়ার বাজারের এই পতনের নেপথ্যে দু’টি কারণের কথা বলেছেন স্টক বিশেষজ্ঞেরা। প্রথমত, কিছু দিনের মধ্যেই সুদের হারের ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে পারে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক। ওই হার কমলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর বেশি লাভ করার সম্ভাবনা বাড়বে। সেক্ষেত্রে আরও চাঙ্গা হবে আমেরিকার শেয়ার বাজার। আর সেই আশাতেই ভারতীয় শেয়ারবাজারের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীদের একটা বড় অংশ।
অন্যদিকে নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডলারের নিরিখে হু হু করে কমেছে ভারতীয় টাকার দাম। বর্তমানে রেকর্ড পতনের পর সেটি ৮৪.৯২-তে নেমে এসেছে। ফলে ভারতের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের লাভের অংক কমেছে। এর জেরে বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বিনিয়োগের উৎসাহ হারাচ্ছেন তাঁরা।
ব্রোকারেজ হাউজগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার ১৪৯৭টি শেয়ারের দাম বেড়েছে। দর কমেছে ২৩৬০টি স্টকের এবং ৮৫টি শেয়ার অপরিবর্তিত রয়েছে।
এদিন নিফটিতে সর্বাধিক লোকসান হয়েছে শ্রীরাম ফিন্যান্স, ভারতী এয়ারটেল, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ়, হিরো মোটোকর্প এবং জেএসডব্লু স্টিলের স্টকে। অন্য দিকে লাভের মুখ দেখিয়েছে একমাত্র সিপলা।