ক্যাটাগরি: পুঁজিবাজার

জাহিন স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, উৎপাদন পুরোপুরি বন্ধ

পুঁজিবাজারে তালিকাভূক্ত জাহিন স্পিনিং পিএলসিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। এতে গোডাউনে থাকা সুতা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে গেছে। ফলে উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোম্পানিটির তুলার গোডাউনে রাত ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং খুব দ্রুত পুরো কারখানাটিকে গ্রাস করে। খবর পেয়ে ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের ৪ ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে, আগুনে অধিকাংশ যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ব্লো রুম, কার্ডিং, ড্রয়িং, সিমপ্লেক্স, অটো কোন, এসি প্ল্যান্ট, স্টিল বিল্ডিং এবং শেড, গুদাম ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার