পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড উৎপাদনে ফিরেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির সমস্ত বাগানের শ্রমিকরা গত ১০ ডিসেম্বর তাদের কাজ শুরু করেছে। ফলে উৎপাদন চালু রয়েছে।
এর আগে, ডিএসইর প্রশ্নের জবাবে গত ১০ ডিসম্বের কোম্পানির শ্রমিকরা কাজে যোগদান করতে অস্বীকার করার কারণে উৎপাদন স্থগিত করার বিষয়ে জানিয়েছিলো কোম্পানিটি।
এসএম