আরও ৪ বছর ক্ষমতায় থাকবো

গত মাসে শেষ হওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পরও আরও চার বছর ক্ষমতায় থাকার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ‘আগামী ৪ বছরের মেয়াদ ২০২১ সালের জানুয়ারিতে শুরু হতে পারে।’ গত মঙ্গলবার (১ ডিসেম্বর) হোয়াইট হাউসে আসন্ন বড়দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমরা অসাধারণ ৪টি বছর কাটালাম। আমরা আরও ৪ বছর থাকছি। আরও চারবার এ ধরনের অনুষ্ঠান করবো।’

নির্বাচনে তিনি জয়ী হয়েছেন দাবি করে বলেন, ‘কিন্তু তারা (ডেমোক্র্যাটরা) এটা পছন্দ করেনি। আমার আইনি দলের সঙ্গে যে ভুয়া শুনানি হয়েছে, তা কি আপনারা দেখেছেন? সত্যিই এটি ছিলো হতাশাজনক।’

তিনি আরো বলেন, জো বাইডেনের কাছে কখনো পরাজয় মেনে নেবো না এবং ব্যাপক ভোট জালিয়াতির ব্যাপারে আমার অভিযোগ প্রত্যাহার করবো না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া