সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে ৮৯টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৫ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৪ দশমিক ১৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ওয়াটা কেমিক্যালের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ১২ শতাংশ। আর ৪ দশমিক ০৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এইচ. আর টেক্সটাইলস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফ্যামিলি টেক্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আলহাজ্ব টেক্সটাইল, ইন্টারন্যাশনাল লিজিং, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবলস এবং নর্দান ইন্স্যুরেন্স।
এসএম