সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ২৩২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী,রোববার (১৫ ডিসেম্বর) অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৫ শতাংশ। আর ৬ টাকা ৩০ পয়সা টাকা বা ৮ দশমিক ৮৬ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনারগাঁও টেক্সটাইলের ৮ দশমিক ৮৪ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮ দশমিক ৭৪ শতাংশ, বিকন ফার্মার ৮ দশমিক ২১ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৬ দশমিক ১৪ শতাংশ, ফাইন ফুডসের ৫ দশমিক ৭৯ শতাংশ, পিপুলস ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬৭ শতাংশ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ৪ দশমিক ৯৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
কাফি