ক্রিপ্টোকারেন্সি লিবরার নাম বদলে আসছে নতুন নাম

ক্রিপ্টোকারেন্সি লিবরার নাম বদলে আসছে নতুন নাম
ফেসবুকের কিপ্টোকারেন্সি লিবরার নাম বদলে যাচ্ছে। ফেসবুকের এই ডিজিটাল মুদ্রার নাম 'লিবরা' নয় এখন থাকবে 'ডিয়েম' নামে। খবর রয়টার্স ও সিএনবিসি।

লিবরা অ্যাসোসিয়েশন জানান, লাতিন শব্দ ডিয়েম অর্থ দিন। এ নামটির মধ্য দিয়ে ফেসবুকের ডিজিটাল মুদ্রা প্রকল্পের আরো পরিপক্বতা ও স্বতন্ত্রতার পরিচয় বহন করবে। বিটকয়েনসহ প্রচলিত ডিজিটাল মুদ্রাগুলোর তুলনায় ডিয়েম সহজে ব্যবহার করা যাবে। এর নিরাপত্তা ব্যবস্থা হবে সর্বাধুনিক। আন্তর্জাতিক লেনদেন হবে তুলনামূলক নিরাপদ।

বিশ্লেষকরা বলেন, আনুষ্ঠানিকভাবে চালুর আগেই বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে ফেসবুকের ডিজিটাল মুদ্রা লিবরা। এর নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ পরিস্থিতিতে লিবরা ব্র্যান্ড হিসেবে কতটা প্রভাব বিস্তার করতে পারবে, সেটা নিয়ে প্রশ্ন রয়ে যায়। মূলত এ কারণে চালুর আগেই নাম বদলের সিদ্ধান্ত এসেছে। এর ফলে ফেসবুকের ডিজিটাল মুদ্রার ব্র্যান্ড ভ্যালু বাড়বে বলে মনে করা হচ্ছে।

বিশ্বজুড়ে তুমুল আলোচনা-সমালোচনা ছাপিয়ে চলতি বছর লিবরা চালু হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারী তা আটকে দেয়। অবশেষে ২০২১ সালের জানুয়ারিতে ফেসবুকের এ ডিজিটাল মুদ্রার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়