ফিফা র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগোল বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে প্রায় সব বড় সাফল্য এসেছে জাতীয় নারী দলের হাত ধরে। ২০২২ সালের পর এবারও মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে সাবিনা খাতুনের দল। টানা দ্বিতীয় সাফজয়ী দলটি তারই পুরস্কার পেল ফিফা র‌্যাঙ্কিংয়ে। যেখানে সাত ধাপ এগিয়ে বাংলাদেশ নারী দল ১৩২ নম্বরে উঠে এসেছে।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) নারী ফুটবলের হালনাগাদকৃত নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাফ চ্যাম্পিয়ন লাল-সবুজের প্রতিনিধিরা ১৩৯ থেকে বড় লাফ দিয়েছে। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫।

২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। গত ৩০ অক্টোবর শেষ হওয়া সাফেও একই প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার রেকর্ড গড়ে সাবিনা খাতুনের দলটি।

ফিফা এবার মেয়েদের র‌্যাঙ্কিং প্রকাশ করল চার মাস পর। এই সময়ে আন্তর্জাতিক ফুটবলে নারী দলগুলো মোট ১৭৬টি ম্যাচ খেলেছে। যার পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হয়েছে দলগুলোর অবস্থান। পুরো বছরই মেয়েদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, এবারও তারা সেই অবস্থান ধরে রেখেছে। এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ২–৩ এ উঠেছে স্পেন ও জার্মানি। এ ছাড়া দুই ধাপ পিছিয়ে ইংল্যান্ড ৪ নম্বরে নেমে গেছে। এই প্রথমবার ফিফা নারী দলের র‌্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে জিব্রাল্টার (১৮৫তম)।

শীর্ষ ১০–এর ভেতর থাকা বাকি দলগুলো হচ্ছে ৫ নম্বর থেকে যথাক্রমে সুইডেন, কানাডা, ব্রাজিল (এক ধাপ উন্নতি), জাপান (এক ধাপ অবনতি), উত্তর কোরিয়া ও নেদারল্যান্ডস (এক ধাপ উন্নতি)। এক ধাপ পিছিয়ে এই প্রথম র‌্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে (১১) চলে গেল ফ্রান্সের মেয়েরা। মেয়েদের র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৮ ধাপ করে উন্নতি হয়েছে সৌদি আরব (১৬৬) ও এস্তোনিয়ার (৯৯)। সর্বোচ্চ অবনতি ঘটেছে লাওসের (১৬ ধাপ)।

শেয়ার করুন:-
শেয়ার