ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

আইএফআইসি ব্যাংকের ‘প্রজেক্ট হার পাওয়ার’ অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পুরান পল্টনন্থ আইএফআইসি টাওয়ারে এ সংশিষ্ট একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘প্রজেক্ট হার পাওয়ার’ শীর্ষক বিশেষ এই ক্যাম্পেইনটি ব্যাংকের নারী গ্রাহকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের শাখা-উপশাখায় পরিচালিত হবে।

আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম ও শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর ও হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মো. শরিফুল ইসলাম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

এ সময় আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দদের মধ্যে মনিতুর রহমান, ইকবাল পারভেজ চৌধুরী, কে এ আর এম মোস্তফা কামাল এবং শক্তি ফাউন্ডেশনের হেল্থ প্রোগ্রামের হেড অব অপারেশন মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র ম্যানেজার নিলুফা ইয়াসমীন-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার