ক্যাটাগরি: অর্থনীতি

দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম

উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে এমভি এনজয় প্রোসপারিটি জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর কুতুবদিয়ায় এসে পৌঁছায়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এটিই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের প্রথম চালান।

জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের কাজ শুরু হবে।

জাহাজে রক্ষিত গমের মধ্যে ৩১ হাজার ৫ শত মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে খালাসের পর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে।

শেয়ার করুন:-
শেয়ার