ক্যাটাগরি: অর্থনীতি

১৯৬ কোটি টাকার পাম ও সয়াবিন তেল কিনছে সরকার

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৩৮ লাখ ১০ হাজার লিটার লুজ সয়াবিন তেল এবং ১ কোটি ১০ লাখ লিটার লুজ পাম অয়েল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৯৬ কোটি ৩৪ লাখ টাকা।

বুধবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে ৩৮ লাখ ১০ হাজার লিটার লুজ সয়াবিন তেল কেনা হবে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ধরা হয়েছে ১৪০ টাকা। এতে মোট ব্যয় হবে ৫৩ কোটি ৩৪ লাখ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে একই প্রতিষ্ঠান থেকে ১ কোটি ১০ লাখ লিটার লুজ পাম অয়েল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ১৪৩ কোটি টাকা। প্রতি লিটার পাম অয়েলের দাম ধরা হয়েছে ১৩০ টাকা।

এছাড়া বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার, মসুর ডাল ও জ্বালানি তেল ক্রয় অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় কমিটি।

বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বাজার স্থিতিশীল আছে। বাজার ব্যবস্থার নিয়মে সব জিনিসপত্রের দাম একবারে কমে না। সরকারের উদ্যোগের ফল বাজারে পড়ছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার