ক্যাটাগরি: পুঁজিবাজার

লেনদেনের সঙ্গে প্রধান সূচক কমেছে ৪২ পয়েন্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবনতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ৪২ পয়েন্ট। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১১ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪২ দশমিক ৩৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১২৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১১৪২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ১৯ পয়েন্ট কমে ১৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩০৪ কোটি ২৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৮৩ কোটি ৪ লাখ ৭৩ হাজার টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫০টি কোম্পানির, বিপরীতে ২৯১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
শেয়ার