শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আতিয়ার রহমান পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে তিনি পদত্যাগ করেন।
পদত্যাগপত্রে শরীফ উল্লেখ করেন, পরিচালনা পর্ষদের সব পরিচালকের পক্ষ থেকে আমি পদত্যাগ করছি।
সবার পক্ষ থেকে একজন পদত্যাগ করলে সব পরিচালকের পদত্যাগ কার্যকর হওয়া এবং ভারপ্রাপ্ত সভাপতির এমন পদত্যাগে পরিচালনা পর্ষদ বিলুপ্তি হয়ে যাবে- এমন ধারা চেম্বার অব কমার্সের গঠনতন্ত্রে নেই।
চেম্বারের সচিব নূর রুখসানা বানু জানান, দুপুর ১২টার দিকে কিছু সংখ্যক শিক্ষার্থী চেম্বার অব কমার্সের অফিসে অবস্থান নিয়ে কমিটি বিলুপ্ত করার দাবি জানান। খবর পেয়ে দুপুর ২টার দিকে ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আতিয়ার রহমান চেম্বার অব কমার্সে এসে শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করেন।
খুলনা চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আতিয়ার রহমান বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সবার পক্ষ থেকে আমি পদত্যাগ করেছি। কমিটিও ভেঙে দিয়েছি।
ব্যবসায়ীরা জানান, গত ১৫ বছর খুলনা চেম্বারের সভাপতি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আমিনুল হক। পরিচালনা পর্ষদেও আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীর সংখ্যাই ছিল বেশি। গত জুলাই মাসে চিকিৎসার জন্য কাজী আমিনুল হক থাইল্যান্ডে যান। ৫ আগস্টের পরে তিনি আর ফিরে আসেননি। তার অবর্তমানে সিনিয়র সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। গত ৪ মাস বিএনপি সমর্থিত পরিচালকরাই চেম্বার পরিচালনা করছিলেন।