ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ

তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের জাতীয় সাধারণ সভায় ২০২৫ সালের জন্য নতুন জাতীয় নির্বাহী কমিটি গঠন করেছে। কমিটিতে জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আরেফিন রাফি আহমেদ।

শুক্রবার (০৬ ডিসেম্বর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সাধারণ সভার আয়োজন করা হয়। সাধারণ সভা শেষে ভোটগ্রহণের মাধ্যমে সভাপতি এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের সাবেক সভাপতি মো. জিয়াউল হক ভূঁইয়া।

ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার বিষয়ে আরেফিন রাফি আহমেদ বলেন, আমার ফোকাস হবে আমাদের সদস্যদের ক্ষমতায়ন করা। প্রত্যেকেরই নিজস্ব দক্ষতা, প্রতিভা এবং দৃষ্টিভঙ্গি রয়েছে যা জেসিআই’র বৃদ্ধিতে অবদান রাখতে পারে। আমি দক্ষতা উন্নয়ন, পরামর্শদান এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যাতে প্রত্যেক সদস্য আমাদের সংগঠনের মধ্যে তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারে। আমরা আমাদের কমিউনিটির উপর একটি ইতিবাচক প্রভাব তৈরি করতে পারি, আমাদের সদস্যদের ক্ষমতায়ন করতে পারি ও একটি শক্তিশালী এবং আরও সংযুক্ত জেসিআই বাংলাদেশ গড়ে তুলতে পারি।

আরেফিন রাফি আহমেদ অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় থেকে আইসিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিএসসিতে স্নাতক করেছেন। তিনি টেকনো ড্রাগস লিমিটেডের একজন নির্বাহী পরিচালক। এছাড়াও তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রযুক্তি কোম্পানি পালস টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ভ্রমণ ও পর্যটন ভিত্তিক শিল্প গ্রীনটেক হলিডেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ২০২১ সালের জেসিআই ঢাকা এন্টারপ্রেনিয়র্সের লোকাল প্রেসিডেন্ট, ২০২৩ সালের জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট, ২০২৪ সালের জেসিআই বাংলাদেশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হিসেবে কাজ করেছেন এবং জেসিআই সিনেটর হিসেবে সম্মানিত হয়েছেন।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। জেসিআইর ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই’র প্রায় ৪০ টি লোকাল চ্যাপ্টার কাজ করছে। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার