পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ সৈয়দ মিজানুর রহমানকে এমডি ও সিইও পদে নিয়োগ দিয়েছে।
এর আগে রবিবার এবি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আফজাল কানাডা থেকে ইমেলের মাধ্যমে পদত্যাগ করেন। দীর্ঘ ছুটি শেষে তারিক আফজালের যোগদান করার কথা ছিলো। তবে তিনি যোগদান না করে পদত্যাগপত্র পাঠিয়েছেন। চিঠিতে তিনি শারীরিক নানা অক্ষমতার কথা উল্লেখ করেছেন।
জানা গেছে, তারিক আফজাল ২০১৮ সালে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন। ২০১৯ সালের ৮ জুলাই তিনি প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হন। দীর্ঘ দিন এই পদে চাকরি করেন তিনি।
এসএম