সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে ১৭৯টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সোমবার (০৯ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তাকাফুল ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৯৬ শতাংশ। আর ৬ টাকা বা ৪ দশমিক ৯০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৪৭ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ৪ দশমিক ৩৪ শতাংশ, জাহিন টেক্সটাইলের ৩ দশমিক ৭০ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ড এমএফ ওয়ান: স্কিম ওয়ান’র ৩ দশমিক ৬৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৩ দশমিক ৬৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৩ দশমিক ৩৩ শতাংশ এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের শেয়ার দর ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে।
কাফি