চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত শহরের নতুন বাজার, পুরান বাজারসহ বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া দেয় একদল দুর্বৃত্ত। এদের মধ্যে কয়েকজন বিস্ফোরক বস্তু ছুড়ে শহর জুড়ে আতঙ্ক ছড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর থেকে শহরের বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেলে সওয়ার হয়ে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করতে থাকে। একে একে শহরের বিভিন্ন এলাকা ঝলসে ওঠে। বিশেষ করে নতুন বাজার ও পুরান বাজারে বিস্ফোরণগুলোর তীব্রতা ছিল বেশি। এই বিস্ফোরণগুলো স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
এই ধরনের ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন চাঁদপুরের সাধারণ মানুষ। এক স্থানীয় বাসিন্দা বলেন, এভাবে দিনে-দুপুরে শহরে ককটেল বিস্ফোরণ ঘটানো খুবই ভয়ানক। আমাদের সন্তানরা স্কুলে যায়, এমন পরিস্থিতিতে বাসায় থাকতে ভয় লাগছে।
এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শহরের ব্যবসায়ী এবং সাধারণ নাগরিকরা। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
এবিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া জানান, ঘটনার তদন্ত চলছে এবং যারা এই বিস্ফোরণগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশ আরও জানিয়েছে, শহরের প্রধান সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্ত করতে অভিযান চলমান রয়েছে।