ব্রিটিশ পার্লামেন্টের এক সদস্য বাংলাদেশ ও জামায়াত সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য করায় এ বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারের কাছে প্রতিবাদলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
রবিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে দূত সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন জামায়াতের নেতারা। এসময় এই প্রতিবাদলিপি দেওয়া হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতনিধিদলে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান ও সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের।
দলটি জানায়, সাক্ষাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টের ওই সদস্যের মন্তব্যের প্রতিবাদলিপি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়।
সাক্ষাৎকারটি অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।