আইএফবির নতুন সভাপতি মঞ্জুর রশিদ, মহাসচিব রকিবুল হাসান

বনবিদ্যা পেশাজীবীদের সংগঠন ইনস্টিটিউশন অব ফরেস্টারস বাংলাদেশের (আইএফবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ জেড এম মঞ্জুর রশিদ। নতুন মহাসচিব বাংলাদেশ বন বিভাগের উপ-প্রধান বন সংরক্ষক ও বেসরকারি উন্নয়ন সংগঠন আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. রকিবুল হাসান মুকুল। তিনি বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক।

শনিবার (৭ ডিসেম্বর) ইলেকট্রনিক ভোটিংয়ের মাধ্যমে আইএফবি এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

দেশের চারটি বিশ্ববিদ্যালয় থেকে বনবিদ্যায় স্নাতকসহ দেশ-বিদেশের উচ্চতর ডিগ্রিধারী পেশাজীবীদের নিয়ে ২০১৮ সালে আইএফবি যাত্রা শুরু করে। সদস্যদের পেশাগত উন্নয়ন, বন, জীববৈচিত্র, বাস্তুতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় সরকারকে নীতিসহায়তা প্রদান ও জনসচেতনতা তৈরিতে আইএফবি কাজ করে যাচ্ছে। নির্বাচিত নতুন কমিটি আইএফবিকে গতিশীল ও বিশ্বমানের সংগঠনে উন্নীত করতে সব সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।

নির্বাচনে ১৯টি পদে ২৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন। নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ড. মো. মিজানুর রহমান, তিন যুগ্ম-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মো. নাজমুস সাদাত, মোহাম্মদ আব্দুল মোতালেব ও সাইদ মাহমুদ রিয়াদ। অন্যান্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ মো. বেলাল উদ্দিন বিশ্বাস, যুগ্ম-কোষাধ্যক্ষ মো. রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল হক, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল হাসান ও নিশাত রহমান মিথুন, প্রকাশনা সম্পাদক তাসনিমা মুকিত, যুগ্ম-প্রকাশনা সম্পাদক জিএম মাসুম বিল্লাহ, গবেষণা ও উন্নয়ন সম্পাদক ড. মো. সাইফুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ সম্পাদক অর্চিষ্মান দত্ত, আইন বিষয়ক সম্পাদক মো. তোহিদুল ইসলাম, কল্যান সম্পাদক মো. তবিউর রহমান, দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী, যোগাযোগ সম্পাদক মো. মির্জা আসাদুল কিবরীয়া, পেশা উন্নয়ন সম্পাদক মো. মদিনুল আহসান, সংস্কৃতি ও খেলাধূলা বিষয়ক সম্পাদক মো. ফারহান হক প্রিন্স এবং সাধারণ সদস্য আহমেদ শামীম আল রাজী, আব্দুল্লাহ আল-মামুন, অজিত কুমার রুদ্র, মো. জহির ইকবাল, মো. হাসান আলী ও সৈয়দ মেহেদী হাসান।

নতুন কমিটি আগামী ১৫ ডিসেম্বর তারিখে দুই বছরের জন্য আইএফবি পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন।

শেয়ার করুন:-
শেয়ার