সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ৮৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, রোববার (৮ ডিসেম্বর) সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৬০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচআর টেক্সটাইলের দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৪৩ শতাংশ। আর ১ টাকা বা ৫ দশমিক ৮১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মুন্নু ফেব্রিকস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন সনের ৫ দশমিক ২২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪ দশমিক ৭৩ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৪ দশমিক ৪৩ শতাংশ, পাওয়ার গ্রীডের ৪ দশমিক ২৩ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ২৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৩ দশমিক ৯৯ শতাংশ এবং স্টাইলক্র্যাফ্ট লিমিটেডের ৩ দশমিক ৫৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
কাফি