ক্যাটাগরি: জাতীয়

ভারতের অপতথ্য প্রচার নিয়ে সাখাওয়াত হোসেনের মন্তব্য

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই’। আজ শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ড. সাখাওয়াত হোসেন জানান, ভারতের অপতথ্য প্রচারে আমাদের দেশের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং বাজার যথেষ্ট শক্তিশালী এবং আমাদের কাছে সবকিছুই আছে।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতে ভ্রমণকারীর মধ্যে বাংলাদেশিরা দ্বিতীয় বৃহত্তম গ্রুপ, এবং এ খাত থেকে ভারত অনেক অর্থনৈতিক লাভবান হয়। তাই ভারত যদি বাংলাদেশিদের ভারতে যেতে নিষেধ করে, তবেও বাংলাদেশিরা সেখানে যাবে না।

দেশের চলমান ইসু নিয়ে তিনি বলেন, আমাদের দেশের মধ্যে কোনো মেজরিটি বা মাইনরিটি বিভাজন নেই। আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করি। তিনি সবাইকে আহ্বান জানান, যাতে কোনো ধরনের উসকানিতে কান না দেন।

বেনাপোল বন্দরের বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, পূর্বে আমি কার্গো ভেহিকল টার্মিনাল উদ্বোধন করেছিলাম, কিন্তু সেখানে কিছু সমস্যা ছিল, যেমন স্ক্যানারের মেরামত এবং অন্যান্য কাজ। আজ আমি সেগুলোর অবস্থা পর্যালোচনা করেছি এবং বন্দরের সার্বিক প্রস্তুতি নিশ্চিত করেছি।

এ সময় বেনাপোল চেকপোস্টের পরিবহন ব্যবসায়ীরা পুরানো বাস টার্মিনাল চালুর বিষয়টি উপদেষ্টার সামনে তুলে ধরলে তিনি আশ্বাস দেন যে, ১৯টি পরিবহনের কার্যক্রম চালু করা হবে। পরবর্তীতে, তিনি বন্দরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এছাড়াও, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর পরিবারের খোঁজ-খবর নিতে তার বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন।

এ পরিদর্শনে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
শেয়ার