ফ্রান্সে অনাস্থা ভোটে সরকার পতন, পদত্যাগ করবেন না ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে সংসদে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। তবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও তিনি নিজে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে সরকার পরিচালনার দায়িত্ব দেয়া হবে।

ম্যাক্রোঁ তার ভাষণে বলেন, নতুন প্রধানমন্ত্রী একটি সাধারণ জনগণের সরকার গঠন করবেন এবং বাজেট পাসের দায়িত্ব পালন করবেন। এই পরিস্থিতির মধ্যেই, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া না পর্যন্ত বার্নিয়ে অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফ্রান্সে সংসদে অনাস্থা ভোটে সরকারের পতন ঘটানোর ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৬২ সালে। ৩৩১ জন সংসদ সদস্য বার্নিয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট দেন, তার পতনের জন্য ২৮৮ ভোটই যথেষ্ট ছিল।

শেয়ার করুন:-
শেয়ার