পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল বুধবার (০৪ ডিসেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং, বাংলাদেশ সার্ভিসেস এবং সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী রবিবার (০৮ ডিসেম্বর) প্রিমিয়ার লিজিং ও বাংলাদেশ সার্ভিসেসের এবং বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।
আর এর জন্য কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৯ ডিসেম্বর। তবে সিলকো ফার্মাসিউটিক্যালসের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৮ ডিসেম্বর।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে।