ক্যাটাগরি: পুঁজিবাজার

ব্লকে ম্যারিকোর সর্বোচ্চ লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ২৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৪ কোটি ৩২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি ম্যারিকো বাংলাদেশের ৩ কোটি ৪৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকার আর তৃতীয় স্থানে থাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ২ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনে করা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড ব্যাংকের ৮১ লাখ ৬৮ হাজার টাকা এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৬৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার