সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০২ কোম্পানির মধ্যে ১২৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (৩ ডিসেম্বর) ড্রাগন সোয়েটারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৭৮শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।
রোববার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সাইফ পাওয়ারটেকের ৯ দশমিক ৩৭ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯ দশমিক ০৯ শতাংশ, বসুন্ধরা পেপারের ৭ দশমিক ১৯ শতাংশ, ইনট্রাকো রিফুয়েলিংয়ের ৬ দশমিক ৭৩ শতাংশ, এমএল ডাইংয়ের ৬ দশমিক ৫৯ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৮৫ শতাংশ এবং কাশেম ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৮৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
কাফি