কর্পোরেট সংবাদ
২৫০ সিসির নতুন দুই মডেলের বাইক আনলো সুজুকি
বাংলাদেশের বাজারে ২৫০ সিসির দুটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ে এসেছে সুজুকি বাংলাদেশ। মোটরসাইকেল দুটির মডেল হচ্ছে- সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০। মটোজিপি প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত পারফর্ম্যান্স এবং ডিজাইনের নতুন মাইলফলক হিসেবে, আনুষ্ঠানিকভাবে সুজুকি জিক্সার ২৫০ সিরিজের উদ্বোধন করা হয়েছে।
গত ১ ডিসেম্বর ঢাকার তেজগাঁওয়ে আলোকি প্রাঙ্গণে উন্মোচন অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সুজুকি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যার মধ্যে রয়েছেন র্যানকনের জিএমডি, রোমো রউফ চৌধুরী; র্যানকন হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, ফারহানা করিম; ডিভিশনাল ডিরেক্টর, শোয়েব আহমেদ; চিফ অপারেটিং অফিসার, একেএম তৌহিদুর রহমান; এবং হেড অব মার্কেটিং আমীন মাহমুদ।
বাংলাদেশের মোটরবাইক বাজারে অত্যাধুনিক প্রযুক্তি ও পারফর্ম্যান্স নিয়ে এসেছে সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০। ২৫০সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনে উন্নত ফুয়েল ইনজেকশন (এফআই) প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা সর্বোচ্চ পাওয়ার ডেলিভারি এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। উচ্চতর তাপ ব্যবস্থাপনার জন্য সুজুকি অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) ব্যবহার করে উচ্চ চাপের মধ্যেও সামঞ্জস্যপূর্ণ কর্মক্ষমতা নিশ্চিত করে।
জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ দ্রুতগতি এবং স্থিতিশীলতার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখে। মটোজিপি প্রযুক্তির আদলে তৈরি ইঞ্জিন দ্বারা এই বাইকগুলো পারফর্ম্যান্স এবং এফিশিয়েন্সির পাশাপাশি রাইডিংয়ের ক্ষেত্রেও দিবে রেসিং টেকনোলজির অনন্য অভিজ্ঞতা। উভয় মডেলেই ৬-স্পিড গিয়ারবক্স রয়েছে, যা সঠিক শক্তি সরবরাহ এবং নিখুঁত নিয়ন্ত্রণ নিশ্চিত করে। ডুয়েল-চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রাইডারদের উচ্চ গতিতে বা হঠাৎ ব্রেকিংয়ের সময় নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রদান করে, যা বিভিন্ন রাস্তায় আত্মবিশ্বাসী রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে জিক্সার ২৫০: ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু। অন্যদিকে, জিক্সার এসএফ ২৫০ চারটি অনন্য রঙে পাওয়া যাবে: ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু; এর পাশাপাশি এসএফ ২৫০ এর নিউ এডিশন মটো জিপি এবং নাইট্রো নিয়ন এডিশনের অ্যাগ্রেসিভ ডিজাইন এবং উন্নত এরোডাইনামিক্স বাইকের সেরা পারফর্ম্যান্সে সহায়ক।
এই বাইকগুলো ভিন্নধর্মী রাইডিং স্টাইলকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। জিক্সার ২৫০ এর দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা এবং জিক্সার এসএফ ২৫০ এর দাম ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা। উভয় মডেলেই এলইডি হেডলাইট এবং টেইললাইট, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং রাইডার ও প্যাসেঞ্জার উভয়ের জন্য আরামদায়ক স্প্লিট সিট রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুজুকি বাংলাদেশের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ মটোজিপি ঐতিহ্যের উপর জোর দিয়ে বলেন, সুজুকি জিক্সার ২৫০ সিরিজ আমাদের মটোজিপি-অনুপ্রাণিত ডিএনএ এবং উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে তৈরি। এই সিরিজটি ২৫০ সিসি সেগমেন্টে নতুন মাইলফলক স্থাপন করেছে, যাতে রেসিং পারফর্ম্যান্স আর কমফোর্ট দুটোই বিদ্যমান।
সুজুকি বাংলাদেশের সিওও এ কে এম তৌহিদুর রহমান বলেন, এই বাইকগুলো রোমাঞ্চকর কিন্তু নিয়ন্ত্রিত অভিজ্ঞতা নিশ্চিত করতে নিখুঁতভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। উন্নত এফআই প্রযুক্তি এবং এরোডাইনামিক ডিজাইন নিশ্চিত করেছে জিক্সার ২৫০ সিরিজ, যা বাংলাদেশের রাইডারদের জন্য অনন্য গতি, শক্তি এবং স্টাইলের নিশ্চয়তা দেয়।
সুজুকি বাংলাদেশ রাইডারদের জন্য অত্যন্ত উন্নত আফটার-সেলস সেবা নিশ্চিত করেছে। সার্ভিস সেন্টারগুলোতে এফআই ক্লিনার এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান রয়েছে, যারা বাইকের সর্বোচ্চ পারফর্ম্যান্স বজায় রাখতে সাহায্য করবে। রাইডাররা নিরবচ্ছিন্ন সার্ভিস এবং আসল যন্ত্রাংশ পাওয়ার ব্যাপারেও নিশ্চিন্ত থাকবেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা ক্যাম্পেইন উদ্বোধন
“গ্রাহক সেবায় নতুন মাত্রা, সমৃদ্ধ হবে অগ্রযাত্রা” এই প্রত্যয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাসব্যাপী বিশেষ গ্রাহক সেবা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) প্রধান কার্যালয়ে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ এবং মো. সিরাজুল ইসলামসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, উর্ধ্বতন নির্বাহীগণ। ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন ব্যাংকের জোন প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখা ইন-চার্জ এবং অন্যান্য কর্মকর্তাগণ।
মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথির ভাষণে বলেন, ফার্স্ট ইসলামী ব্যাংক শরীয়াহর উদ্দেশ্যের আলোকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যাংকিংয়ের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ-পেশা-অঞ্চল নির্বিশেষে সকল মানুষের নিকট কল্যাণধর্মী ব্যাংকিং সেবা পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। এই বিশেষ গ্রাহক সেবা ক্যাম্পেইনের মাধ্যমে শরীয়াহসম্মত বিভিন্ন ডিপোজিট ও বিনিয়োগ প্রোডাক্ট ছাড়াও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাংক কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
সোশ্যাল ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এ এম হাবীবুর রহমান।
ফরেন এক্সচেঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মুহিবুল কাদিরের সভাপতিত্বে প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক আব্দুল মোতালেব সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় দুইশতাধিক গ্রাহক সভায় যোগ দেন। তাঁরা ব্যাংকের সাথে থেকে ব্যাংকটিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত বলেন, গত ত্রিশ বছর ধরে সম্মানিত গ্রাহকগণ আমাদের সাথে আছেন। আমরা তাঁদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, সম্মানিত গ্রাহকগণ এভাবে আমাদের সাথে থাকলে সোশ্যাল ইসলামী ব্যাংক এগিয়ে যাবে সামনের দিকে। তিনি সবাইকে এসআইবিএলেল উপর আস্থা রেখে পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ব্যাংকাসুরেন্স প্রশিক্ষণে ব্র্যাক ব্যাংকের ৮২ কর্মকর্তাকে সার্টিফিকেট প্রদান
ব্যাংকাসুরেন্স প্রশিক্ষণে ব্র্যাক ব্যাংকের ৮২ জন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করেছে বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি (বিআইএ)। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত ব্যাংকাসুরেন্স প্রশিক্ষণের ৭ম ব্যাচের কর্মকর্তারা ব্যাংকাসুরেন্স বিষয়ে নিবিড় প্রশিক্ষণ লাভ করেন।
বুধবার (১৫ জানুয়ারি) ঢাকায় একাডেমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
ব্রাঞ্চ নেটওয়ার্কের সুবিধা কাজে লাগিয়ে গ্রাহকদের উন্নত ইনস্যুরেন্স সেবা দেওয়ার লক্ষ্যে কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই সার্টিফিকেশনের মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যাংকাসুরেন্স-সার্টিফাইড কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৬০০-তে। এর ফলে ব্যাংকটি গ্রাহকদের বিভিন্ন বিষয়ে বিস্তৃত বিমা সেবা দিতে আরও এক ধাপ এগিয়ে গেলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের সিইও মুহাম্মদ আলা উদ্দিন আহমদ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টরের জালালুল আজিম এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব। প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিআইএর চিফ ফ্যাকাল্টি মেম্বার এস.এম. ইব্রাহিম হোসেন এসিআইআই।
একটি জনবান্ধব ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের আরও উন্নত ও কার্যকর সেবা দিতে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
মজাদার সব পিঠা নিয়ে পাঠাও ফুডের ‘শীতের স্বাদ’
বাংলাদেশে শীতের আগমনী বার্তা নিয়ে আসে নানান ধরণের মজাদার সব পিঠা। শীতে গরম গরম পিঠা উপভোগ করার এই ঐতিহ্য চলে আসছে বহুকাল আগে থেকেই। পিঠার এবারের সিজনে, মজাদার সব পিঠার সাথে স্ট্রিট ভেন্ডরদের পাঠাও ফুড তাদের প্ল্যাটফর্মে যুক্ত করেছে।
নিজেদের খাবার পাঠাও ফুডে যোগ করে, এই বিক্রেতারা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে ও বিক্রয় বাড়াতে পারবেন। এতে অনেকেই তাদের মজাদার পিঠা উপভোগ করতে পারবেন। মজার চিতই পিঠা থেকে শুরু করে গরম ভাপা পিঠা আর সুস্বাদু পাটিসাপটা, পাঠাও ফুডে সবার জন্যই আছে তাদের পছন্দসই পিঠা। শীতের এই মজার পিঠাগুলো এখন ঘরে বসেই সহজে অর্ডার করে উপভোগ করতে পারবেন।
স্ট্রিট ভেন্ডরদের সহায়তা করতে পাঠাও ফুডের এই উদ্যোগ। এই উদ্যোগ মোহাম্মদপুর, বনশ্রী, রামপুরা, মিরপুর, উত্তরা, খিলগাঁও, গুলশান, ধানমন্ডি, নিকুঞ্জ, বসুন্ধরা এবং মোহাম্মদপুরের মতো এলাকায় আরও বেশি মানুষের কাছে তাদের পৌঁছাতে সাহায্য করছে।
এই শীতে পাঠাও ফুডের সাথে শীতের আসল স্বাদ উপভোগ করুন। স্থানীয় পিঠা বিক্রেতাদের সহযোগিতা করুন আর শীতের মজাদার সব পিঠা উপভোগ করুন।
বিস্তারিত জানতে ও অর্ডার করতে, পাঠাও ফুড অ্যাপ ও ফেসবুক পেইজ ভিজিট করুন, আর শীতের স্বাদ উপভোগ করুন।
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩ লাখ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ১ লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫ লাখেরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
কাফি
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
শাহজালাল ইসলামী ব্যাংকের জন্য বন্ডের অর্থ উত্তোলন ইউসিবির
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার ৩য় মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড সম্পন্ন করেছে। এই গুরুত্বপূর্ণ ইস্যুর সফল সমাপ্তি উপলক্ষে বুধবার (১৫ জানুয়ারি) শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের সেরা বিনিয়োগ ব্যাংকগুলোর মধ্যে একটি হচ্ছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এই বন্ড ইস্যুর একমাত্র প্লেসমেন্ট এজেন্ট হিসেবে গর্বিত ভূমিকা পালন করেছে। এই বন্ড থেকে প্রাপ্ত অর্থ শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির টিয়ার-টু মূলধন শক্তিশালীকরণে সহায়ক হবে, যা ব্যাংকটিকে তার ব্যবসা সম্প্রসারণে আরও অগ্রগতি অর্জনে সক্ষম করবে।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ইসি চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, স্বতন্ত্র পরিচালক ও এসি চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা আবদুল আজিজ এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. জাফর ছাদেক সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কাফি