পুঁজিবাজার
আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ১৭৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, রোববার (১ ডিসেম্বর) আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে দশমিক ১০ পয়সা বা ১ দশমিক ৫৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ দশমিক ৩৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩ দশমিক ৯৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
রোববার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৮২ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ৩ দশমিক ৮০ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৭০ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩ দশমিক ৪১ শতাংশ, সিটি ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৩৮ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৩ দশমিক ৩৪ শতাংশ এবং তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেডের শেয়ার দর ৩ দশমিক ১২ শতাংশ কমেছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের সঙ্গে বাজার মূলধন বাড়লো ৩৬৪৭ কোটি টাকা
বিদায়ী সপ্তাহে (১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন হয়েছে। সেই সঙ্গে বেড়েছে বাজার মূলধন ও টাকার অংকে লেনদেনের পরিমাণ। আলোচ্য সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬৪৭ কোটি টাকার বেশি।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৬ হাজার ৯৪০ কোটি ৩১ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬৪৭ কোটি ২৯ লাখ টাকা বা ০ দশমিক ৫৬ শতাংশ।
গত সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৩২ দশমিক ৬১ পয়েন্ট বা ০ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৮ দশমিক ৭৭ পয়েন্ট বা ০ দশমিক ৯৯ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ১১ দশমিক ২১ পয়েন্ট বা ০ দশমিক ৯৭ শতাংশ।
সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৩ কোটি ৩৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৮৯০ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১৭২ কোটি ৯৯ লাখ টাকা।
এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৬০ লাখ টাকা বা ৯ দশমিক ১৫ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৬৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি ৭ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০১টি কোম্পানির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দাম।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লভ্যাংশ দেবে না ক্যাপিটেক আইবিবিএল শরীয়াহ ফান্ড
বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক আইবিবিএল শরীয়াহ ইউনিট ফান্ডের ট্রাস্টি কমিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেওয়া সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুসারে, আলোচিত বছরের জন্য ফান্ডটির ইউনিটহোল্ডাররা কোনো লভ্যাংশ পাবেন না।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় আলোচিত বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ বছরে ফান্ডটি লোকসান দেওয়ায় লভ্যাংশ না দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী বছরে ক্যাপিটেক আইবিবিএল শরীয়াহ ইউনিট ফান্ডের ইউনিট প্রতি ১ টাকা ৫৪ পয়সা লোকসান হয়েছে।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সিএপিএম বিডিবিএল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১ গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ট্রাস্টি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০৫ পয়সা। আগের বছর একই সময়ে ০৮ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। গত বছরের একই সময়ে ০৭১ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের দ্বিতীয় প্রান্তিক শেষে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৮ টাকা ৬২ পয়সা।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ৮ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২১ লাখ ০৬ হাজার ৯৫৩টি শেয়ার ৪৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের এদিন ১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯৮ লাখ টাকার এবং তৃতীয় স্থানে থাকা বিচ হ্যাচারি ৯৫ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
কেয়া কসমেটিকসের কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের (নিট কম্পোজিট ডিভিশন) কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংক হিসাবের অমিল, কাঁচামালের অভাব এবং কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতা বিবেচনা করে কোম্পানি কর্তৃপক্ষ কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। আগামী ১ ১ মে থেকে কারখানার সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ থাকবে।
এছাড়াও, কোম্পানির ডাইং ও ইউটিলিটি বিভাগের সব কার্যক্রম আগামী ২৫ মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হবে।
এসএম