বিদায়ী সপ্তাহে (২৪ নভেম্বর-২৮ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ১২৬টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ শেয়ার দর পতন হয়েছে নিউলাইন ক্লোথিং লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২৪ দশমিক ৮১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৯ টাকা ৭০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ১১ দশমিক ১১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪ টাকা।
আর তালিকায় তৃতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৪৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২ টাকা ৮০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড মিল, মেঘনা ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল, গ্লোবাল হেভি ক্যামিকেল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং নিটল ইন্স্যুরেন্স লিমিটেড।
এসএম