সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে আগামী বছরের হজের জন্য প্রাক-নিবন্ধন না করার জন্য ব্যাখ্যা চেয়ে এজেন্সি গুলোকে চিঠি দেওয়া হয়েছে। অনুমোদিত ১০৯টি হজ এজেন্সি থেকে একজনও প্রাক-নিবন্ধন করেননি । ফলে এসব এজেন্সিগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছে চিঠি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিজরি ১৪৪৬/২০২৫ সালের হজের জন্য এরই মধ্যে সর্বমোট ৯৩৭টি হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে। কিন্তু অনুমোদিত তালিকায় প্রকাশিত হজ এজেন্সির মধ্যে ১০৯টি হজ এজেন্সির কোনো প্রাক-নিবন্ধিত হজযাত্রী নেই।
এ অবস্থায় এ হজ এজেন্সিগুলোকে প্রাক-নিবন্ধন ও নিবন্ধন না করার জন্য কেন হজ ২০২৫ মৌসুমের যোগ্য তালিকা হতে বাদ দেওয়া হবে না তার ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।
চিঠিতে আরও জানানো হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত যোগ্য এজেন্সির তালিকার শর্তাবলী ১(ঝ) এর শর্ত নিম্নরূপ- প্রকাশিত তালিকার কোনো এজেন্সি হজ ২০২৫ মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রী নিবন্ধন না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামী বছর হজে যেতে প্রাথমিক নিবন্ধন আজ শেষ হওয়ার কথা। কিন্তু নিবন্ধনের সাড়া না পাওয়ায় সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে সরকারিও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ৪২ হাজারের মতো হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন।