ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থাকে সরকার মেলাচ্ছে না: ইসকন ইস্যুতে রিজওয়ানা

অন্তর্বর্তী সরকার ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থাকে মেলাচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে এক প্রশ্নে তিনি এ কথা বলেন। ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলেও জানান এ উপদেষ্টা।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো সংস্থা নিষিদ্ধ করার আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেক উঠতে পারে, দাবির স্বপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতি ইঙ্গিত করে রিজওয়ানা হাসান বলেন, একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অপরাধী হতেও পারেন, না-ও হতে পারেন। সেটা আদালত দেখবে।

তিনি বলেন, আজকেও পত্রিকায় দেখলাম ইসকন বলেছে, যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

শেয়ার করুন:-
শেয়ার