ওসিদের বিরুদ্ধে অভিযোগ এলে কোনো ছাড় নয়: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ডিএমপির আওতাধীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিরুদ্ধে অভিযোগ এলে কোনোরকম ছাড় দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার ওসিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন।

ডিএমপি কমিশনার বলেন, আপনাদের (ওসি) কারও বিরুদ্ধে আমার কাছে যেন অভিযোগ না আসে। কারও বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে চাই না। কিন্তু অভিযোগ এলে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, থানা হচ্ছে পুলিশি সেবার মূল কেন্দ্র। থানায় আসা সেবাপ্রার্থীরা যেন তাদের প্রত্যাশিত সেবা পায়, সেজন্য ওসিদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

সাজ্জাত আলী বলেন, সব পুলিশি কর্মকাণ্ডই থানাকে কেন্দ্র করে হয়ে থাকে। আপনাদের দায়িত্ব অনেক। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

তিনি বলেন, অতীতের কিছু উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তার কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এখন জনগণের আস্থা অর্জন করতে হবে। মানুষের সঙ্গে যত বেশি সম্পর্ক তৈরি করবেন তত বেশি তথ্য পাবেন। তথ্য বেশি পেলে অপরাধ সংঘটিত হওয়ার আগেই ব্যবস্থা নিতে পারবেন।

এ সময় যথাযথ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার