ক্যাটাগরি: অর্থনীতি

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরে হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে গত তিন দিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। আর গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা।

ফের স্লট বুকিং চালু করায় আজ বধুবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে পেঁয়াজ বোঝাই পাঁচটি ট্রাক বন্দরে প্রবেশ করে। এর মধ্যমে আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হলো। তবে পেঁয়াজ আমদানি হলেও এখনো পর্যন্ত আলু আমদানির কোনো খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি বলেন, ভারত থেকে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রপ্তানি করতে পারেননি ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে তাদের অনেক লোকসান হয়েছে। যার কারণে তারা সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করেছিলেন।

হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ মেট্রিকটন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ মেট্রিকটন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার