national feed
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ২০০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন লভ্যাংশ না দেওয়ার ঘোষণায় দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২৬ নভেম্বর) ন্যাশনাল ফিডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৯ দশমিক ২০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ০২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৭৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফিনিক্স ফাইন্যান্স।
মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এসোসিয়েট অক্সিজেন, প্রাইম ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ, ন্যাশনাল টি, নিটল ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স।
এমআই